ওয়েস্ট এডমন্টন মল – উত্তর আমেরিকার সর্ববৃহৎ শপিং মলের এদিক ওদিক।

আমাদের দেশের যমুনা ফিউচার পার্কের কথাই বলি, শপিং করতে করতে একমাথা থেকে আরেকমাথা পর্যন্ত যেতে আমাদের বাড়োটা বেজে যায়। কি নেই সেখানে, গ্রোসারি শপিং থেকে কম্পিউটার আর মোবাইল ফোন ও এক্সেসরিস, জামাকাপড় থেকে জুতা ও কস্মেটিক্স,জুয়েলারি থেকে হোম এপ্লাইয়েন্সেস আরও কত কি। আছে ফুড কোর্ট, প্লে গ্রাউন্ড, থিম পার্ক, মুভি থিয়েটার এবং মলের সামনে একটি […]